৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বোরহানউদ্দিনে অবৈধ মাটি কাটায় দুই যুবকের দণ্ড

আপডেট: নভেম্বর ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেতুলিয়া নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই যুবককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে তেতুলিয়া নদীর চরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় দুইজনকে আটক করা হয়।আটকরা হলেন- লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাকিব (২৩), পিতা ছিদ্দিক মাঝি এবং বোরহানউদ্দিন পৌরসভার ৯নং ওয়ার্ডের ইদ্রিস (২৪), পিতা আলাউদ্দিন।

অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা তাৎক্ষণিক পরিশোধে ব্যর্থ হওয়ায় উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network