২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

আপডেট: নভেম্বর ২৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোংলায় যৌথ অভিযান চালিয়ে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড ও মোংলা থানা পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটক আকতার বিশ্বাস কানাইনগর গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।

সিয়াম-উল-হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া ও মোংলা থানা পুলিশের সমন্বয়ে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network