২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

‎​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল-১ আসনে​ ‘ট্রাক’ প্রতীকে লড়বেন ইলিয়াস মিয়া

আপডেট: নভেম্বর ২৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ১৫০ টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের পরিচিত মুখ—সবাইকে নিয়েই এই তালিকা সাজানো হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও যোগ্য ও সচেষ্ট প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

‎​বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সে অবস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

‎​এ সময় দলটির সভাপতি নুরুল হক নুর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই নির্বাচনে অংশ নিচ্ছে গণ অধিকার পরিষদ।

‎​ঘোষিত তালিকা অনুযায়ী, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) এ গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ কমিটির সদস্য মো. ইলিয়াস মিয়া। তিনি নির্বাচনী লড়াইয়ে দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‎​গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, মো. ইলিয়াস মিয়া একজন তরুণ, গতিশীল এবং এলাকার গণমানুষের সঙ্গে সম্পৃক্ত নেতা। এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নের স্থবিরতা কাটিয়ে বরিশাল-১ আসনকে সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে তিনি এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন।

‎​এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীর নাম ঘোষণার পরপরই বরিশাল-১ আসনের স্থানীয় নেতারা মো. ইলিয়াস মিয়ার পক্ষে জনগণের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে বক্তব্য প্রদান করেন।

‎​গণ অধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সোলায়মান তুহিন এক বিবৃতিতে বলেন, “আমরা আজ অত্যন্ত আনন্দিত। মো. ইলিয়াস মিয়ার মতো একজন যোগ্য, সৎ ও তরুণ নেতাকে পেয়েছি। তিনি এই জনপদের প্রকৃত সমস্যার সমাধান করতে সক্ষম। আমি গৌরনদী উপজেলাবাসীর কাছে জোর আবেদন জানাচ্ছি, পরিবর্তন ও উন্নয়নের প্রতীক ‘ট্রাক’ মার্কায় ভোট দিয়ে ইলিয়াস মিয়াকে জয়যুক্ত করুন।”

‎​একই সঙ্গে গৌরনদী পৌর আহ্বায়ক মো. জহিরুল ইসলাম পৌর এলাকার জনগণের প্রতি বার্তা দিয়ে বলেন, “পৌর এলাকার নাগরিক পরিষেবার মানোন্নয়ন ইলিয়াস মিয়ার প্রধান লক্ষ্যগুলোর একটি। তিনি আমাদের ঘরের ছেলে, পৌরবাসীর সুবিধা-অসুবিধা বোঝেন। আপনাদের প্রতিটি মূল্যবান ভোট ইলিয়াস মিয়ার ‘ট্রাক’ প্রতীকের মাধ্যমে আমাদের পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত জনপদে পরিণত করতে সাহায্য করবে।”

‎​নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বরিশাল-১ এর জনগণ এবার দীর্ঘদিনের পুরনো রাজনীতিকে প্রত্যাখ্যান করে তরুণ নেতৃত্বকে বেছে নেবে এবং ট্রাক প্রতীকের বিজয়ের মাধ্যমে একটি সমৃদ্ধিশালী গৌরনদী-আগৈলঝাড়া গড়ার প্রত্যয় বাস্তবায়ন করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network