অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়া বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের এক বিরল আকৃতির ভোল মাছ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকায়।
জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎই জেলের জালে বিশাল এই ভোল মাছটি ধরা পড়ে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয় জেলেদের।
নৌকার মালিক জানান, এত বড় মাছ তুলতে তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। জেলে সাইফুল ইসলাম বলেন, এত বড় মাছ জীবনে কখনো দেখিনি, তুলতেই হিমশিম খেতে হয়েছে।
মাছটির প্রাথমিক দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি কিনে নেন। লামার বাজারের আড়তে মাছটি বিক্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ক্রেতা করিম সওদাগর জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় জেলেরা জানান, এত বড় ভোল মাছ কখনো জালে ধরা পড়েনি। বিরল এই মাছটি ধরা পড়ায় এলাকায় উৎসাহ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।