২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাকেরগঞ্জের কলসকাঠীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট: নভেম্বর ২৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০ টায় কলসকাঠী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কলসকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রার্থী ও সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক আবুল বাসার বকুল ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী সরোয়ারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম হাসান ইমাম খোকন। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার ও সদস্য সচিব নাসির হাওলাদার স্বাক্ষরিত
বিগত ২০২৪ সালের ৯ অক্টোবর আবুল বাশার বকুলকে আহবায়ক ও আল আমিন মোল্লাকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করেন। পরবর্তীতে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে চলতি বছরের ১৪ জুলাই ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেও একদিন আগে সেই সম্মেলন স্থগিত করা হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ নভেম্বর দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব উপজেলার কলসকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান ২২ নভেম্বর রাত ১০.৩০ টায় তার নিজস্ব ফেসবুক আইডিতে “মিজানুর রহমান নাসিমকে সভাপতি ও আল আমিন মোল্লাকে সাধারণ সম্পাদক করে” কলসকাঠী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন। যাহা সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্র বহির্ভূত কাজ। ঘোষিত ওই কমিটির গুরুত্বপূর্ণ পদসহ অধিকাংশ পদ দেয়া হয়েছে আওয়ামী দোসর ও জাতীয় পার্টির লোকদের। এমনকি দীর্ঘ ১৭ বছর দলে নিষ্ক্রিয় থাকা মিজানুর রহমান নাসিমকে সভাপতি পদ দেয়া হয়েছে। কলসকাঠী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ৯টি ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে করার কথা থাকলেও শুধুমাত্র দুইটি ওয়ার্ডের বেবাজ ও ঢাপরকাঠী গ্রামের কতিপয় লোকদের সমন্বয়ে করা হয়েছে। যার ফলশ্রুতিতে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরউদ্দীন তার নিজস্ব ফেসবুক আইডিতে “কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী বেবাজ বন্ধুমহল বিএনপির কমিটিকে জানাই সংগ্রামী শুভেচ্ছা লিখে পোস্ট দিয়েছেন।

সংবাদ সম্মেলনে এইচ এম হাসান ইমাম খোকন অভিযোগ করে বলেন, কলসকাঠী ইউনিয়ন বিএনপি নবগঠিত কমিটির ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্নার নির্বাচন করেন এবং কমিটির ৩নং সহ-সভাপতি কেএম হান্নান বাবু ও ৫৮নং সদস্য কবির মুন্সি ফ্যাসিস্ট শেখ হাসিনার পাতানো নির্বাচনে ডামি প্রার্থী শামসুল আলম চুন্নুর নির্বাচন করেন। বর্তমান কমিটির ৫৯নং সদস্য সেকান্দার হাওলাদার গত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী রাজিব তালুকদারের নির্বাচন করেন। ঘোষিত কমিটির ৬১নং সদস্য সেলিম হাওলাদার জাতীয় পার্টির ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এবং ৭১ নং সদস্য সাইদুল ইসলাম শামীম গাজী আওয়ামী লীগের সদস্য ফরম পূরণ করা নেতা। এমনকি কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আল আমিন মোল্লাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ২০২০ সালে থানা বিএনপির সাবেক আবুল হোসেন খান তার দলীয় পদে স্থগিত করেছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি ইউনিয়ন বিএনপি’র ঘোষিত কমিটি বিলুপ্ত করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে পুনরায় নতুন কমিটি গঠন করার অনুরোধ জানান। অন্যথায় কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত কলসকাঠী ইউনিয়ন বিএনপির লাগাতার বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network