আপডেট: মে ২১, ২০২০
এম লোকমান হোসেন, চরফ্যাশন : বৈশ্বিক মহামারী করোনায় অসহায় মানুষকে প্রথম থেকে সাহায্য করে আসছে এই সংগঠনটি। ধারাবাহিকভাবে দেশের করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে স্বেচ্ছায় দাঁড়িয়েছে এই সংগঠন। দেশের এই মহামারি দুর্যোগে নিজেদের উদ্যোগ আর্থিক সাহায্যে চরফ্যাশনে বিভিন্ন পেশার মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ঈদে নিত্যপ্রয়োজনীয় পণ্য উপহার হিসেবে- চাল,ডাল,আলু, পেয়াজ, লবন, তেল, সেমাই, দুধ, চিনি, সাবান পৌঁছে দিয়েছে ২০৪ পরিবারের মধ্যে। এই সংগঠনে কার্যক্রমে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন সৈকত, মোরছেল, সজীব, তুলিপ, সাকিব, আশা, নোভা, মিশু, ইসরাত, মাটি, নাঈমা,জান্নাত সহ আরো অনেকে। এই সংগঠনের চলমান কার্যক্রম হিসেবে অসহায় শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে আর্থিক সহোযোগিতার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই সংগঠন এর প্রত্যেক সদস্য তাদের কার্যক্রম অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে থাকতে আগ্রহী। সংগঠনটির সবার উদ্দেশ্যে বার্তা হচ্ছে “আমরা যার যার জায়গা থেকে আমাদের সাধ্যমত কিছু ভালো কাজ করি এবং অন্যকেও ভালো কাজে উদ্বুদ্ধ করি।তবেই সুন্দর হবে আমাদের সমাজ,আমাদের দেশ,আমাদের পৃথিবী।”
সংগঠনটি তাদের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

