২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় মডেল মসজিদের উদ্বোধন

আপডেট: জুন ১০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলায় বৃহস্পতিবার জোহর নামাজ আদায়ের মধ্য দিয়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হয়েছে। নামাজ পড়তে বিভিন্ন এলাকার মুসল্লিরা ছুটে আসেন।

এ মসজিদ ক্যাম্পাসে রয়েছে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কার্যক্রম পরিচালনা কক্ষ, রয়েছে ইসলামী গবেষণা সেন্টার, রয়েছে প্রশিক্ষণ সেন্টার, লাইব্রেরি, ইসলামী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। নারীদের নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা আছে।

এ মসজিদ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। কারোনাকালীন পরিস্থিতিতে তিনি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি শুভেচ্ছা জানান।

উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, এ মসজিদের ইমাম পদে নিয়োগের জন্য ২০ জন আবেদন করেন। প্রথম নিয়োগ পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারেননি, তাই বুধবার দ্বিতীয় দফা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তবে ১২ জন প্রার্থী থেকে বাছাই করে মুয়াজ্জিন নিয়োগ দেয়া হয়েছে।

ভোলা-বরিশাল সড়কের পাশে ব্যাংকেরহাট এলাকায় এমন নান্দনিক মসজিদের উদ্বোধনীতে এলাকার মানুষ বৃষ্টি উপেক্ষা করে ভিড় জমান। অনেকে নামাজ আদায় করেন।৯ হাজার স্কয়ার ফুটের এ ভবনে একসঙ্গে এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী।উদ্বোধনের প্রথম দিনে জোহর নামাজ আদায় করতে বিভিন্ন এলাকার মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে আসেন বলে জানান স্কুলশিক্ষক শামিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network