৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বাউফল আওয়ামী লীগ কার্যালয়ে ১৪৪ ধারা

আপডেট: মে ৬, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই গ্রুপ একই সময় সংবাদ সম্মেলন আহ্বান করায় ওই উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওই ঘোষণায় বাউফল শহরে মাইকিং করা হয়। উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের আদেশে মাইকিং হয়।

জানা গেছে, ওই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলন আহ্বান করেন।

ঠিক একই সময় একইস্থানে পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। দীর্ঘদিন থেকে সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে দলীয় বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে এ দু’গ্রুপ একাধিক বার সহিংস ঘটনায় জড়িয়ে পড়ে। আজ দু’গ্রুপ একইস্থানে একই সময় সংবাদ সম্মেলন আহ্বান করায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

প্রশাসনের ১৪৪ ধারা ঘোষণার পর এমপি ফিরোজের গ্রুপ বেলা ১১টায় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম ফারুকের বাসভবনে এবং মোতালেব গ্রুপ বেলা ১১টায় বাউফল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। যেকোনো ধরনের সহিংসতা এড়াতে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনসহ আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network