৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গৌরনদীর সাবেক মেয়র হারিছুর ৫ দিনের রিমান্ডে

আপডেট: অক্টোবর ২৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন। এর আগে আজ সকালে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, হারিছের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা রুজু হয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের দায়ের করা মামলাগুলোতে হারিছকে প্রধান আসামি করা হয়েছে। আজ তাকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তবে যে মামলায় হারিছকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার। হয়রানি করতেই এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে হারিছের শারীরিক অবস্থা ভালো নেই আদালতকে এমনটা জানালে স্বাস্থ্য পরীক্ষায় তাকে সুস্থ পাওয়া যায়, তবেই রিমান্ডে নেওয়ার কথা জানান আদালত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network