১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট: নভেম্বর ৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুর শহরের ম্যালেরিয়া পোল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রসূল শেখ (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।নিহতের মামাত ভাই দুলাল শেখ জানান, রোববার সকাল ১০টার দিকে শহরের ম্যালেরিয়য়া পোল এলাকার একটি বাড়ির গাছে নারিকেল পাড়তে উঠেন রসুল।

গাছের পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রসুল পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কামলা গ্রামের আব্দুল খালেক শেখের পুত্র। তিনি একজন ডাব ব্যবসায়ী ছিলেন।পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, গাছ থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network