৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

মেহেন্দিগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসাছাত্র নিখোঁজ

আপডেট: আগস্ট ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা ও গজারিয়া নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এদের মধ্যে একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার দুপুরে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের মেঘনা নদীতে দুই ছাত্র ও গজারিয়া নদীতে এক ছাত্রী নিখোঁজ হয়।বুধবার ভোর থেকে নিখোঁজদের উদ্ধারে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।উদ্ধার হওয়া মরদেহটি আবিদা ইসলাম (৬)-এর। সে চরএককরিয়া ইউনিয়নের কোলচর এলাকার বাদশা দেওয়ানের মেয়ে এবং শান্তিরহাট ফোরকানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

আবিদার বড় বোন আয়েশা বেগম জানান, “আমার বোন সবসময় আমাদের সঙ্গে নদীতে গোসল করত। আজ একা নদীতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।”

এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু—উত্তর দাদপুরচর এলাকার আব্দুর রশিদ দেওয়ানের ছেলে তাহসিন দেওয়ান (৬) ও শহীদ বিশ্বাসের ছেলে রেজাউল করিম (৭)।তারা দুজনই স্থানীয় কেরাতুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ রেজাউলের মা রুমানা বেগম বলেন, “ছেলে পরীক্ষা দিয়ে দুপুর ১২টার দিকে বাড়ি আসে। সে বলে, গোসল করে এসে ভাত খাবে। আমি ভাত রেডি করে অপেক্ষা করছিলাম। কিন্তু সে আর ফেরেনি।”

মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ জানান, ৯৯৯-এ কল পেয়ে বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তার ধারণা, শিশুদের সাঁতার না জানার কারণে তারা পা পিছলে পড়ে তীব্র স্রোতের মধ্যে পড়ে যায়।মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্টদের সহায়তা করছি।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network