৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

গলাচিপায় নিষিদ্ধ জালে মাছ শিকারের সময় ১৫ জেলে আটক

আপডেট: আগস্ট ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকারের সময় ১৫ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। এ সময় অবৈধ জালসহ ট্রলার জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন ভোলার লালমোহন উপজেলার মো. সাদেকের ছেলে মো. হান্নান (৩২), ধলিগর নগরের নূরু বেপারীর ছেলে মো. আব্দুল কালাম (৫০), পাঙ্গাসিয়া এলাকার মো. আলমগীরের ছেলে আব্বাস (৩০), চরমোল্লাজির ইউসুফ মোল্লার ছেলে সুমন মোল্লা (২৬), পাঙ্গাসিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৫৫), আ. আলীর ছেলে মো. সালাহ উদ্দিন (৩৫), মো. আলমগীরের ছেলে মো. মিজরাজ (২৬), মো. সেলিমের ছেলে মো. নূরুন্নবী (২৯), আব্দুল আজিজের ছেলে মো. ইয়াসিন (৫০), জয়নাল আবেদীনের ছেলে আব্দুল মালেক (৫০) ও লালসোজর চরমোল্লাজি গ্রামের ফজলুল হকের ছেলে মো. আক্তার আলী (২২); চরফ্যাশন উপজেলার মাদ্রাজ এলাকার সোবাহান আলী মাঝির ছেলে মো. মোস্তফা (৪০), ওসমানগঞ্জ এলাকার মো. মিলনের ছেলে মো. আকবর (৩৩); চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে মো. সুজন মাতব্বর (৪০) এবং রাজাপুর এলাকার নূরুল ইসলামের ছেলে মো. বেলাল (৩৬)।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘আটক জেলেরা দীর্ঘদিন ধরে গলাচিপা ও রাঙ্গাবালীর বিভিন্ন নদীতে অবৈধ জাল ট্রলনেট দিয়ে মাছ ধরে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে অবৈধ ট্রলনেট ও মাছ ধরার অন্যান্য সরঞ্জামসহ ১৫ জনকে আটক করা হয়।’

মৎস্য কর্মকর্তা জানান, আটক জেলেদের কাছ থেকে এফবি মায়ের আশীর্বাদ ৩ নামের একটি ট্রলার, অবৈধ ট্রলনেট, ৪০টি সুতার জাল, ১২০ ক্যারেট চিংড়ি; লইট্ট্যা, ছড়িসহ সামুদ্রিক মাছ ও পাঁচ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৩ লাখ টাকা।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান বলেন, আটক জেলেদের গলাচিপা থানায় নেওয়া হলে তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইনে মামলা গিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network