আপডেট: আগস্ট ৭, ২০২৫
নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন( ভোলা):
মনোরম পরিবেশে শিক্ষা ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দক্ষ শিক্ষকদের সমন্বয়ে গড়া ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০ টায় মাদ্রাসায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশ গ্রহণ করেন। অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, প্রতিষ্ঠানটির সভাপতি আবদুস সালাম জমাদার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অভিভাবক সমাবেশে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, আমার দীর্ঘ দিনের প্রত্যাশা ছিলো এই মাদ্রাসাকে পরিপূর্ণ দ্বীনি প্রতিষ্ঠান রূপে গড়ে তুলবো, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানকে নিয়মিত মাদ্রাসায় পাঠান, তাদেরকে দক্ষ মেধাবী হিসেবে গড়ে তুলে আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবো, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসার শিক্ষকগণ আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাকওয়াবান, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে দৃঢ়ভাবে চেষ্টা করছে ।