আপডেট: আগস্ট ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও মেহেন্দিগঞ্জ পৌরসভার বাসিন্দা হাফেজ শফিকুল ইসলাম সাহেবের মমতাময়ী মা ছাহেরা খাতুন বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ আছর পূর্ব খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
জানাযায় জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান ও এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমীর ও জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিনসহ জামায়াতের জেলা-উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

