আপডেট: আগস্ট ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা সদর ও পৌরসভার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৯ আগস্ট) বরগুনা ডেকেপি রোড কেজি স্কুলে সকাল ৮টায় ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলে।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন,বাংলাদেশের মানুষ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দেখতে চায়, আগামী নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,মানুষ যাতে সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দ মতো তাদের প্রার্থীকে ভোট দিতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী তা নিশ্চিত করতে সরকার, প্রশাসনকে সার্বিক সহায়তা করবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল জনগণের রায় নিশ্চিত হবে ইনশাআল্লাহ । ভোটারগণ সুষ্ঠুভাবে ভোট দিবে,এ জন্য প্রতি ভোট কেন্দ্রে জামায়াতে ইসলামী’র শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরগুনা জেলা আমীর মাওলানা মো:মহিববুল্লাহ ।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বরগুনা পৌরসভা আমীর মাওলানা মো: আবদুল জলিল।
সমাবেশে কয়েকশ ভোটকেন্দ্র প্রতিনিধি অংশ গ্রহণ করেন।