২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

আমতলীতে মাদক সিন্ডিকেটের মূলহোতা হেরোইনসহ গ্রেপ্তার

আপডেট: আগস্ট ৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: আমতলী উপজেলার আলোচিত মাদক সিন্ডিকেটের মূলহোতা রাসেল হাওলাদারকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার গত ১২ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি উপজেলার অন্যতম মাদক গডফাদার হিসেবে পরিচিত। প্রত্যন্ত এলাকাগুলোতে গড়ে তুলেছেন মাদকের বিস্তৃত নেটওয়ার্ক। এমনকি স্কুলপড়ুয়া শিশুদেরও এই নেটওয়ার্কে জড়িয়ে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, রাসেল হাওলাদার তার স্ত্রী, দুই ভাই রুবেল হাওলাদার ও সজিব হাওলাদারকে মাদক ব্যবসায় যুক্ত করেছেন। তারা উপজেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে মাদক সরবরাহ ও অর্থ আদায় করে। তার বিরুদ্ধে আমতলী থানায় ৯টি মামলা রয়েছে, এবং স্ত্রীসহ তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধেও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাসেলের সঙ্গে প্রশাসনের একশ্রেণির অসাধু সদস্যদের সখ্যতা রয়েছে। পুলিশ, র‌্যাব, ডিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন বলেও অভিযোগ করেন তারা।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইন, হেরোইন পরিমাপের যন্ত্র ও প্যাকেটজাত করার মেশিন উদ্ধার করে এবং রাসেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, রাসেলের কারণে অনেক পরিবার মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হয়ে গেছে। তারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “রাসেল হাওলাদারের বিরুদ্ধে আমতলী থানায় নয়টি মাদক আইনের মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”এ বিষয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, “আদালতের নির্দেশে রাসেল হাওলাদারকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network