৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

গাজীপুরে ব্রিজের নিচে মিললো নারীর মরদেহ

আপডেট: আগস্ট ৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর চাপুলিয়া ফাওকাল ব্রিজের নিচে এক নারীর মরদেহ ভাসতে দেখা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা হঠাৎ ওই নারীর মরদেহ দেখতে পান। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর ফাওকাল ব্রিজের নিচে শনিবার সকালে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। দূর থেকে বোঝা যায়নি মরদেহটি নারী নাকি পুরুষের। পরে কাছে গিয়ে সেটি নারীর মরদেহ বলে সনাক্ত করেন তারা। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা শুরু করে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পৌঁছেছি। ব্রিজের নিচে এক নারীর মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে। এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network