আপডেট: আগস্ট ৯, ২০২৫
খান মেহেদী :: শেরে বাংলা মেডিকেলের অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ ও চিকিৎসার মান নিশ্চিতের দাবিতে আজ ১৩তম দিনে বরিশাল শহরর নতুল্লাবাদ সড়ক বন্ধ করে আন্দোলন চলছে। তীব্র গরমে আন্দোলনে অংশ গ্রহণ কারীদের যাতে করে কিছুটা হলেও কষ্ট কম হয়, সে লক্ষে গর্বের বাকেরগঞ্জ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে আজ আন্দোলনকারীদের জন্য খাবার পানি ও শরবত বিতরণ করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন গর্বের বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম হাসান, বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ নাজিউর রহমান, জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ জনগণ মোঃ শাহিন মিরা, অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আল আমিন প্রমুখ।
গর্বের বাকেরগঞ্জ কর্তৃক খাবার পানি ও শরবত বিতরণ আন্দোলনে অংশ গ্রহণকারী ও পথচারীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।