আপডেট: অক্টোবর ২৯, ২০২৫
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ও দপ্তর সম্পাদক মোঃ রায়হানের নেতৃত্বে বিশাল মিছিলটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বের হয়ে ডাকবাংলোর সামনে মিলিত হয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অংশ নেয়।
এসময় উপস্থিত নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে র্যালিটিকে।
আলোচনায় বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, যুগ্ম আহবায়ক, মোঃ সাবু, মোঃরায়হান হোসেন,মোঃসোহেল রানা, রাশেদ খান রিয়াজ, টিপু সুলতান, শাহিন মোল্লা, সুজন সহ যুবনেতা , কাজি তৌহিদ, মাহাবুব জেম্মাদার, শুভ প্রমুখ।
বাকেরগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক ও দপ্তর সম্পাদক রায়হান হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুবদল মাঠে কাজ করবে। বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

