আপডেট: অক্টোবর ২৯, ২০২৫
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে খনন করা পীরতলা খাল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেছে দুমকি উপজেলা যুবদল । ২৯ অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা যুবদলের উদ্যোগে দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত খালটিতে কচুরিপানা পরিষ্কার দিয়ে কর্মসুচির উদ্ধোধন করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায় ও যুবদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার। কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ বশির উদ্দিন,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খান, মিজানুর রহমান, আহসান ফারুক, মাইনুল হাসান, সৈয়দ সাখাওয়াত, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। এছাড়াও কর্মসুচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন।
উল্লেখ্য যে, ১৯৮১ সালে পটুয়াখালী ও বাখরগঞ্জ জেলার যৌথ উদ্যোগে কৃষিতে সমৃদ্ধির লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ পাতাবুনিয়া-গাবতলী খাল খনন করেন।

