আপডেট: অক্টোবর ২৯, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় তদারকিমূলক অভিযান চালিয়ে শাপলা ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৯শে অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় বীজ, কীটনাশক, বেকারি ও মুদি দোকানে তদারকি করা হয়।
তদারকিকালে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন ও সংরক্ষণ, অনুমোদন ব্যতীত বিএসটিআই চিহ্ন ব্যবহার এবং পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ না থাকার কারণে আবুল বাশারের প্রতিষ্ঠান শাপলা ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্য প্রতিষ্ঠানে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোর্ত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
মোহাম্মদ মামুনুল হাসান আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

