আপডেট: নভেম্বর ২৮, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর থানার বিদায়ী ওসি মামুন হোসেন বিশ্বাসকে জীবননগর প্রেস ক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮শে নভেম্বর) সন্ধ্যায় জীবননগর প্রেস ক্লাব ভবনে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, যুগ্ম আহ্বায়ক আসিম সাঈদ, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুর রহমান, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, জাহিদুল ইসলাম কাজল, হাসান ইমামসহ জীবননগর প্রেস ক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, মামুন হোসেন বিশ্বাস ২০২৪ সালের ৬ই অক্টোবর জীবননগর থানায় ওসি হিসেবে যোগদান করেন। জীবননগর থানা থেকে বিদায় নিয়ে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

