আপডেট: এপ্রিল ১৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:: ঈদে বাড়িতে বেড়াতে এসে বরিশালের মুলাদী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্ত্র মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।শরিয়তপুরের গোসাইর হাট থানার অস্ত্র মামলায় ১৪ বছর আগে ৭ বছরের কারাদণ্ড হয় তার।শুক্রবার (১২ এপ্রিল) রাতে মুলাদী উপজেলার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।ওই আসামি হলেন-পারভেজ বেপারী (৩৭)। তিনি মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের লুৎফর ব্যাপারীর ছেলে।
মুলাদী থানার পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ আটক পারভেজের বিরুদ্ধে ২০০৫ সালে গোসাইরহাট থানায় মামলা হয়। ওই মামলায় শরিয়তপুর আদালত ২০১০ সালে ৭ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার আগে থেকে পলাতক ছিলেন পারভেজ। ঈদে বাড়িতে বেড়াতে আসলে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার পুলিশ। শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।