আপডেট: June 19, 2024
অনলাইন ডেস্ক:: টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বুধবার (১৯ জুন) সকালে কমলগঞ্জের ধলাই নদের পানি রেলওয়ে ব্রিজের কাছে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে বিপৎসীমা ১৯ দশমিক ৩৫ সেন্টিমিটার।
সকালেই নদের চৈত্রঘাট এলাকায় বাঁধ উপছে কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। এতে করে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়ক পানিতে তলিয়ে যায়। নদের পানি কমলগঞ্জ পৌর শহরের ড্রেন দিয়ে প্রবেশ করে পৌরসভার তিনটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দী রয়েছে ২৫-৩০টি পরিবার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার মনু, ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর চারটি স্থানে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল নয়টার তথ্য অনুযায়ী, কমলগঞ্জের ধলাই নদের পানি রেলওয়ে ব্রিজের কাছে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে বিপৎসীমা ১৯ দশমিক ৩৫ সেন্টিমিটার।
পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ‘উজানে ভারতের ত্রিপুরায় যোগাযোগ করেছি, সেখানে গতরাতে বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকেও মাঝারি বৃষ্টি হচ্ছে। ধলাই নদে উজানের পানি ঢুকছে। ধলাই নিয়ে ঝুঁকি রয়েছে। ধলাই নদের বাঁধ পুরোনো। অনেক স্থানে বাঁধের অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে।