আপডেট: অক্টোবর ১০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:: পদত্যাগের পর থেকে গত দুই মাসে সারাদেশে দেড় শতাধিক মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। এবার প্রথমবারের মতো তার বিরুদ্ধে মামলা হলো বরিশালে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিএনপির শান্তি মিছিলে হামলার ঘটনায় মামলাটি হয়েছে।বুধবার রাতে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, বুধবার রাত সোয়া ১০টার দিকে মামলাটি হয়েছে। মামলায় শেখ হাসিনা হুকুমের আসামি।
অন্য আসামিদের মধ্যে আছেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, বরিশালের সাবেক দুই সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ মোট ৫৫৬ জন। অজ্ঞাত আসামি প্রায় ১ হাজার।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১নং আসামি শেখ হাসিনা বিভিন্ন সময় হুমকি-ধামকি দিতেন। তার হুকুমে আওয়ামী লীগ ক্যাডার বাহিনীতে পরিণত হয়। তারা বিভিন্ন সময়ে সশস্ত্র মহড়া দিয়ে নগরে ত্রাসের রাজত্ব কায়েম করে। জনমনে আতঙ্কের লক্ষ্যে শহরের বিভিন্ন সড়কের মোড়ে ও অলিগলিতে সশস্ত্র অবস্থায় অবস্থান করত।
সাধারণ মানুষ ১নং আসামির স্বৈরাচারী আচরণের কোনো প্রতিবাদ করলেই অন্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ত। ঘটনার পূর্ব থেকেই ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য ১নং আসামির হুকুমে অন্য আসামিরা অস্ত্রের মহড়া দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট সিঅ্যান্ডবি সড়কে বিএনপির শান্তি মিছিলে আসামিরা হামলা করে।
ওই হামলায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করা হয়েছিল।