১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সুযোগ-সুবিধা নিয়ে গণহত্যাকারীদের অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে : শিবির সেক্রেটারি

আপডেট: নভেম্বর ২৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: গণহত্যার বিচার ধীরগতিতে চলছে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ‘অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে অনেক গণহত্যাকারীকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা সুস্পষ্টভাবে শহীদদের রক্তের সাথে বেঈমানি।’আজ (বুধবার) রাজধানীতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে শিবির সেক্রেটারি বলেন, ‘আপনারা যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, সেই চেয়ার শহীদদের পবিত্র রক্তে রঞ্জিত।সেই চেয়ারে বসে যদি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার কোনো ষড়যন্ত্র বা পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে এই ছাত্র-জনতা তা কোনোভাবেই মেনে নেবে না। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হলে এই ছাত্রসমাজ উপযুক্ত এবং কঠোর জবাব দিতে কখনোই পিছপা হবে না।’
জাহিদুল ইসলাম বলেন, ‘পতিত স্বৈরাচাররের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করে অকার্যকর করার পাঁয়তারা করছে, তারই অংশ হিসেবে গতকাল আদালত প্রাঙ্গণে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ইসকনের সন্ত্রাসীরা আলিফকে হত্যা করেছে। আমরা এ হত্যার দ্রুত বিচার দেখতে চাই।

’বিশেষ অতিথির বক্তেব্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য পতিত স্বৈরাচারের দেশি-আন্তর্জাতিক দোসররা নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। নানা সময় নানা ছদ্মাবরণে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ছাত্রশিবিরসহ ছাত্রসমাজ আজ ঐক্যবদ্ধ।তাদের কোনো ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।’এর আগে ছাত্রশিবিরের একটি মিছিল মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা ঘুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিজবাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু সাদিক কায়েম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলা উদ্দিন, ঢাকা মহানগর উত্তর সভাপতি আনিসুর রহমান, ঢাকা মহানগর পূর্ব মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।এদিকে একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network