আপডেট: February 7, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ৪০ বোতল ভারতীয় মদ, ১২ বোতল ফেন্সিডিল এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। এছাড়া একটি পাখিভ্যান ও ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিজিবির হাতে আটক হয়েছে এক যুবক। শুক্রবার (৭ই ফেব্রুয়ারি ২০২৫) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত উথলী বিওপির টহল দল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৪ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের হোটেল মোড়ে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় একটি পাখিভ্যান ও ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফারহান হোসেন (২০) নামের এক যুবককে আটক করা হয়। আটক ফারহান হোসেন জীবননগর থানার ধোপাখালী গ্রামের মণ্ডলপাড়ার তুফান আলীর ছেলে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
একইদিন বেলা ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত গয়েশপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৯ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের একটি আমবাগান হতে আসামিবিহীন ২ কেজি গাঁজা উদ্ধার করেছে।
এছাড়া একই ব্যাটালিয়নের অধীনস্ত রাজাপুর বিওপির টহল দল বৃহস্পতিবার রাত ১১টার সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের একটি পেয়ারা বাগানে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৪০ বোতল ভারতীয় মদ ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।