আপডেট: অক্টোবর ৩০, ২০২৫
বরগুনা প্রতিনিধি:: প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চারজন গার্ল-ইন-রোভার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ অতিক্রমের অভিযানে বরগুনায় পৌঁছেছেন। বৃহস্পতিবার কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে তারা পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পরিভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।জানা যায়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দুইজন এবং কোটালিপাড়া সরকারি আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপের আরও দুইজনসহ মোট চারজন গার্ল-ইন-রোভার ২৭ অক্টোবর থেকে পদযাত্রা শুরু করেন। চারদিনের এই যাত্রায় তারা কোটালিপাড়া-পটুয়াখালী হয়ে বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থা, কৃষি, সংস্কৃতি ও আর্থ-সামাজিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আজ তারা পটুয়াখালী হর্টিকালচার সেন্টার থেকে চতুর্থ দিনের যাত্রা শুরু করে বরগুনার আমতলী উপজেলায় এসে যাত্রাবিরতি ও রাত্রিযাপন করেন। পুরো অভিযানে তাদের সঙ্গে রোভার স্কাউট লিডার হিসেবে রয়েছেন পলি খানম।
পরিভ্রমণকারী এই দলে রয়েছেন— গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফারিহা, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শামিমা আক্তার, কোটালিপাড়া সরকারি আদর্শ কলেজের ডিগ্রি (ফাইনাল ইয়ার) ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নিলুফা শিকদার, একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কলি আক্তার।
আগামীকাল শুক্রবার পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে এ পরিভ্রমণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের অন্তর্ভুক্ত ছয়টি পারদর্শিতা ব্যাজের একটি হলো ‘পরিভ্রমণ ব্যাজ’। সেই ব্যাজ অর্জনের লক্ষ্যে তারা ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ করছেন। পাশাপাশি যাত্রাপথে মেয়েদের নিরাপদ মাতৃত্বে টিটি টিকা গ্রহণ, মানসিক স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ এবং সমাজ থেকে মাদক নির্মূলসহ নানা সামাজিক সচেতনতা মূলক বার্তা প্রচার করছেন।

