৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে অপসো স্যালাইনে শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি

আপডেট: অক্টোবর ৩০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে অবস্থিত অপসো স্যালাইন লিমিটেডের পাঁচ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে কারখানাটিতে কর্মবিরতি চলছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে চলা এ কর্মবিরতিতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা বিরাজ করছে। মালিকের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন শ্রমিকরা।

অপসো স্যালাইন লিমিটেড দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী অপসোনিন গ্রুপের প্রতিষ্ঠান।বরিশাল নগরের বগুড়া সড়কে অবস্থিত এর কারখানায় সিরিঞ্জ ও স্যালাইনসহ আনুষঙ্গিক উপকরণ প্রস্তুত করা হয়। প্রায় এক হাজার শ্রমিক সেখানে কর্মরত।
জানা গেছে, গতকাল বুধবার (২৯ অক্টোবর) পাঁচ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। তারা সবাই কারখানাটির সিরিঞ্জ ও স্যালাইন সেট প্রস্তকারক শাখার শ্রমিক।
চিঠিতে উল্লেখ করা হয়, কম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে সিরিঞ্জ ও স্যালাইন শাখার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। শ্রমিকরা বলেছেন, এর অর্থ হচ্ছে ওই শাখাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।

অপসো স্যালাইন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাকিব মিয়া বলেন, সিরিঞ্জ ও স্যালাইন শাখার সব শ্রমিককে গত সোমবার থেকে চার দিনের মৌখিক ছুটি দেওয়া হয়। বৃহস্পতিবার শ্রমিকের বাড়িতে ডাকযোগে চাকরিচ্যুতির নোটিশ পৌঁছায়।
এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিকেলে কারখানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। কারখানার স্যালাইন প্রস্তুতকরণ শাখার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। দুই শাখার শ্রমিকরা বৃহস্পতিবার কর্মবিরতি শুরু করেছেন।
রাকিব মিয়া আরো বলেন, অনেক শ্রমিক আছেন ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন। শ্রম আইন না মেনে তাদের চাকরিচ্যুত করা হয়।মালিকপক্ষসহ স্থানীয় প্রশাসনে ইউনিয়নের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সৃষ্ট সমস্যা সমাধানে শনিবারের মধ্যে মালিকপক্ষকে ইউনিয়নের সঙ্গে বসতে হবে। অন্যথায় শ্রমিকরা কাজে যোগ দেবেন না।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বলেন, কয়েক মাস আগে এ কারখানায় শ্রমিক ইউনিয়ন অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য মালিকপক্ষ কৌশলে লোকসানের অজুহাত দেখিয়ে শ্রমিক ছাঁটাই করেছে।এ বিষয়ে জানতে অপসো স্যালাইনের প্রশাসনিক কর্মকর্তা সাদিকুল ইসলাম দিপুর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network