১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আপডেট: অক্টোবর ৩১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গ্রেফতারকৃত আসামি জিয়াউর রহমান 

দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১১ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (৩১শে অক্টোবর) ভোরে কুষ্টিয়া সদর থানার কালিশংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জিয়াউর রহমান আলমডাঙ্গা থানার আইলহাস গ্রামের মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি মেসার্স বিশ্বাস খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, ১০ মামলায় সাজাপ্রাপ্ত ও ১টি সিআরসহ মোট ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার ভোরে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) বিকাশ চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুষ্টিয়া সদর থানার কালিশংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network