১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

জীবননগরে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে দোস্ত এইডের সেলাই মেশিন বিতরণ

আপডেট: নভেম্বর ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুবিধাবঞ্চিত গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৮টি সেলাই মেশিন বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ১০টার সময় জীবননগর ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দীন।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা ব্র্যাঞ্চের ইনচার্জ হোসাইন আহম্মেদ জানান, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সমাজ ও পরিবারে তাদের আর্থিক অবদান বাড়াতে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিনগুলো ব্যবহার করে তারা যেন স্বনির্ভর হতে পারেন সেজন্য সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network