আপডেট: অক্টোবর ৩০, ২০২৫
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে বাউফল-বগা-বরিশাল আঞ্চলিক সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন।
প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন “অবৈধ ট্রলি বন্ধ করো, করতে হবে”, “অবৈধ ট্রলি চলবে না, চলবে না”, “নিরাপদ সড়ক চাই” ইত্যাদি। এতে ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।শিক্ষার্থীরা অভিযোগ করেন, অবৈধ ট্রলির কারণে গত কয়েক বছরে বাউফলে ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তিন-চার দিন আগেও এক সেনা সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের দাবি, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সড়কে এসব অবৈধ ট্রলির চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা শুধু সড়ক অবরোধে থেমে থাকবো না। প্রতিদিন শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করে, কিন্তু তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই।”এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। আমরা তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব।”

