৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট: অক্টোবর ৩০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রথম দিন দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান নাসির উদ্দিন রোকুন ডাকুয়া, ব্যবস্থাপনা পরিচালক নাসিম সরদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, ম্যানেজার মোঃ রুহুল আমীন প্রমূখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রথম দিন বৃহস্পতিবার রোগী দেখেন লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ মোঃ রাফাত হাসান। শুক্রবার দ্বিতীয় দিন ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখবেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ ফারজানা শারমীন।

নিউ লাইফ মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক নাসিম সরদার জানান, উন্নতমানের চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু। বাকেরগঞ্জে সর্বপ্রথম আমরাই গ্যাস্ট্রোএন্টারলজি বিশেষজ্ঞ ও এন্ডোসকপি মেশিনের মাধ্যমে স্বেচ্ছাসেবা প্রদান করছি। রোগীদের সকল পরীক্ষায় আমরা ২০% কমিশন দিয়ে থাকি। এভাবে মাঝে মাঝে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network