২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

উন্মোচিত হলো বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম

আপডেট: জুন ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাস সংক্রমণের মাঝেই ২০২২ বিশ্বকাপের জন্য তৃতীয় স্টেডিয়াম উন্মোচন করে ফেলল কাতার। গতকাল সোমবার সেই ‘এডুকেশন স্টেডিয়াম’ বিশ্বের কাছে প্রদর্শন করার পাশাপাশি কাতার বিশ্বকাপের অন্যতম আয়োজক হাসান আল তৌহিদী জানান, ইপিএল এবং বুন্দেসলিগার সঙ্গে তারা আলোচনা করে করোনাভাইরাস মোকাবেলা করে মাঠে ফুটবল ফেরানোর ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করছেন।

কাতারের বিশ্বকাপ আয়োজন কমিটির সাধারণ সচিব হাসান আল তৌহিদী বলেছেন, ‘এই পরিস্থিতি সবাইকে পরস্পরের কাছ থেকে শেখার একটা সুযোগ তৈরি করেছে। আমরা যদিও অন্যদের থেকে একটু সুবিধাজনক অবস্থায় আছি। কারণ বিশ্বকাপের এখনও দুই বছর দেরি। এই সময়ে আমরা প্রত্যেকের অভিজ্ঞতার কথা জানতে পারব।’

২০১৭ সালে খলিফা ইন্টারন্যাশনাল এবং গত বছর আল জানাউবের পর এটাই বিশ্বকাপের জন্য খুলে দেওয়া তৃতীয় স্টেডিয়াম।গতমাসেই বুন্দেসলিগা শুরু হয়েছে। ইতালির সিরি আ এবং স্প্যানিশ লা লিগাও মাঠে ফিরেছে। আল তৌহিদী আরও বলেছেন, ‘সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন আমরা এই স্টেডিয়াম উদ্বোধন করলাম। এর অর্থ, প্রতিটা টানেলের শেষে আলো আছে। সামনে আসছে আরো উজ্জ্বল দিন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network