২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

চরফ্যাসনে আন্তর্জাতিক বন দিবসে আলোচনা সভা

আপডেট: মার্চ ২১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসনে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চরফ্যাসনের জাহানপুর ইউনিয়নের ভাসানী আবাসনে আন্তর্জাতিক বন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলি আকবর ফরাজির সভাপতিত্বে বন সংরক্ষণ, পরিকল্পিতভাবে বনায়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আজিম উদ্দিন পাটওয়ারী, জাহানপুর ইউপি’র সাবেক সদস্য আজাদ হাওলাদার, সাবেক ইউপি সদস্য আবদুস সালাম, হাজারি গঞ্জ ইউপি সদস্য ইউসুফ সিকদার, জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহমেদ ইমতিয়াজ বাবুল, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী, প্রশিকার দেলোয়ার হোসাইন ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপকূলীয় বন বিভাগ, ভোলা, চরফ্যাসনের রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম ও চর মানিকার বিট কর্মকর্তা আবুল কাশেম।
এ সময় এলাকার কয়েকশ ব্যক্তি উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network