১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠিতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলায় যাত্রীবাহী বাস এবং অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেল বিকেল ৫টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন নামে একটি বাসের সঙ্গে বাকেরগঞ্জ থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহত হন আরো ছয়জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। বাকিদের হাসপাতালে পাঠানো হয়।নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network